প্রেস বিজ্ঞপ্তি:
মহেশখালীর তরুন সংবাদকর্মী রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র সভাপতি ও কক্সট্রিবিউন এর নির্বাহী সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের স্বরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
দ শুক্রবার বিকেল ৩টায় হোয়ানক ইসলামিয়য়া দাখিল মাদ্রাসায় হলরুমে শহীদ জসিম উদ্দিন স্মৃতিসংসদ, হোয়ানক এর উদ্যোগে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় মরহুমের স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য রাখেন, শাইনুর হোসেন শাহিন।
“শহিদ জসিমের চাচাতো ভাই শাহীনুর শাহীন এর সভাপতিত্বে শোক সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র প্রধান সমন্বয়ক ইকবাল বাহার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র সাবেক সভাপতি এনামুল হক।
উক্ত শোকসভায় বিশেষ অতিথথি হিসেবে উপস্থিত ছিলেন, হোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আবু তৈয়ব, কক্সট্রিবিউন বার্তা সম্পাদক এম বশির উল্লাহ, রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র সমন্বয়ক আব্দু রহমান রিটন, সাংবাদিক এস.এম রুবেল, রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র দপ্তর-সম্পাদক শাহারিয়ার কবির, উপ-দপ্তর সম্পাদক ছাদেকুর রহমান ও সদস্য আমান উল্লাহ্ আরমান প্রমূখ।
রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র প্রচার সম্পাদক নুরুল বশরের সাঞ্চালনায় শোক সভায় কোরআন তেলওয়াত করেন হাফেজ ওমর ফারুক (বাবু)।
শোক সভায় বক্তারা বলেন, জসিমের ম্মৃতি ধরে রাখতে প্রতি বছর রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র আয়োজনে জসিম স্মৃতিমেধা বৃত্তির আয়োজন করা হবে। জসিমের অসমাপ্ত কাজ দ্রুত সময়ে সম্পন্ন করার কথা জানান প্রধান সমন্বয়ক ইকবাল বাহার।
এসময় আরও উপস্থিত ছিলেন, মরহুম জসিম উদ্দিনের পিতা নুরুল ইসলাম বাঁশি, বজল কবির, গিয়াস উদ্দিন, শাহাজান, সাইফুর রহমান আসিফ, কামরুল মোর্শেদ সৈকত,শাহাজান আরিফ,আবিদ খান আবির,সাজ্জাদ হোসেন,রাহাত, ফাহিম ও আরিফুল ইসলাম টিপু সহ মরহুম জসিমের সহপাঠি।
শোকসভা পরবর্তী অনলাইন নিউজ পোর্টাল কক্সট্রিবিউন এর আয়োজনে খতমে কোরআন সম্পন্ন করেন হাফেজ কলিম উল্লাহ্,হাফেজ আহাম্মেদ আলী,হাফেজ মাহামুদুল হাসান,হাফেজ সাকিব,হাফেজ ফারুক।
দোয়া পরিচালানা করেন হোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মৌঃ মফিজুর রহমান মফিজ।
উপস্তিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।