সিবিএন:
বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে শুক্রবার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল বলেন, আওয়ামীলীগ যেখানে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, সেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশকে রক্ষা করেছিল।
তিনি আরো বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছি। সংসদীয় পদ্ধতি আমাদের আদর্শ ছিলনা। আমরা আওয়ামীলীগের ফাঁদে পড়ে গেছি। রাষ্ট্রপতি পদ্ধতি থাকলে জীবনেও আওয়ামীলীগ ভোটের নামে প্রহসন করে ক্ষমতায় থাকতে পারত না।

কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, ৭ জানুয়ারীর কথিত নির্বাচন জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে প্রত্যাখ্যান করেছে। নির্বাচনের পূর্বের আন্দোলনে নির্াচনে ভোট বিহীন করা হয়েছে এ সরকারকে। আগামী আন্দোলনে ক্ষমতা বিহীন করা হবে শেখ হাসিনাকে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম , কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ, জেলা যুবদল সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল , কৃষক দল আহবায়ক গিয়াস উদ্দিন আফসেল, স্বেচ্ছাসেবক দল সম্পাদক সরওয়ার রোমন , মোহাম্মদ আমির আলী, ছাত্রল সভাপতি শাহাদত হোসেন রিপন ও সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম ।
পবিত্র কোরআন তেলোয়াত করেন মো: একরামুল হক।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির প্রচার সমপাদক অধ্যাপক আকতার চৌধুরী। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম।