সংবাদ বিজ্ঞপ্তি
সীরাতুন্নবী স. উপলক্ষে শতাব্দী সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে হামদ্/নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি উপজেলা পর্যায়ে বাছাইপর্বে বিভিন্ন উপজেলা থেকে শিল্পীরা অংশগ্রহণ করেন।
প্রথম ও দ্বিতীয় স্থান বিজয়ীদের নিয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও নজরুল গবেষক এডভোকেট জিএএম আশেক উল্লাহ, বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী অধ্যাপক ফরিদুল আলম, শিল্পী অধ্যাপক সিরাজুল কবির।
শতাব্দী সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক আল আমীনের সভাপতিত্বে শিল্পী ইকবাল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিচারকমণ্ডলীর পাশাপাশি বক্তব্য রাখেন অধ্যাপক ছৈয়দ নূর।
উপস্থিত ছিলেন, আলো সাংস্কৃতিক সংসদের পরিচালক আবদুস সাত্তার, অর্ণব শিল্পী গোষ্ঠীর পরিচালক মোহাম্মদ ছৈয়দ হোছাইন, নির্ঝর সাংস্কৃতিক সংসদের পরিচালক জাহিদ গণি, অনির্বাণ শিল্পী গোষ্ঠীর পরিচালক মিনার উদ্দিন প্রমুখ।