হ্যাপী করিম, মহেশখালী:
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস)” এনজিও সংস্থার উদ্যোগে এবং অক্সফামের অর্থায়নে “ব্লু-ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্প” অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ শে জানুয়ারি) দুপুরে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের হল রুমে এ প্রকল্প সভা অনুষ্ঠিত হয়।
বিটিএসের ফিল্ড অফিসার আব্দুল হান্নানের সঞ্চালনায় ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএসের ফ্যামিনিস্ট ক্লাইমেট জাস্টিস অফিসার মিফতা বিনতে ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সচিব নুরুল কাদের, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে ব্রেকিং দ্য সাইলেন্স এর কর্মপরিকল্পনার প্রশংসা করে জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে সুরক্ষা পেতে নারী ও যুবসম্প্রদায়কে সচেতনমূলক প্রশিক্ষণের প্রতি গুরুত্বারোপ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় ইকোসিস্টেম পুনরুদ্ধার ও পরিবেশ বান্ধব ব্যবসার উন্নয়নে সকলে সার্বিক সহযোগিতার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।