বার্তা পরিবেশক

সদর উপজেলার পিএম খালীর মুহসিনিয়া পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের দা’য়ের কুপে মহিলা সহ ৩ জন আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ২৬ জানুয়ারী সন্ধ্যায় পূর্ব মুহসিনিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায় পিএমখালীর পূর্ব মুহসিনিয়াপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পর পর দুইবার অসহায় পরিবারের উপর পরিকল্পিত হামলা চালিয়েছে পার্শ্ববর্তী পরিবারের লোকজন। সন্ত্রাসীদের দায়ের কুপে, কোঠারের আঘাতে এবং হাতুড়ি দিয়ে মারাত্মকভাবে আহত করেছে একই এলাকার কালামিয়ার পুত্র আলী উল্লাহ, সাবের আহমদ, নাসিমা আক্তার, তাহেরা বেগম জোট বদ্ধ হয়ে পার্শ্ববর্তী ইসমাইলের পুত্র টিউবওয়েল মিস্ত্রী আয়াতুল্লাহ, রাজিয়া বেগম এবং ওমর ফারুককে কুঠার এবং হাতুড়ি দিয়ে মারাত্মক আঘাত করেছে। আলী উল্লাহর কুঠারের আঘাতে মারাত্মকভাবে আহত হয়েছে আয়াতুল্লাহ এবং রাজিয়া বেগম। আলিউল্লাহ এবং সাবের আহমদের ছুরির আঘাতে আয়াতুল্লাহর পায়ের কব্জি এবং মাথা পর্যন্ত কেটে গেছে। মাগরিবের নামাজের পর হামলার ঘটনা ঘটলেও এর আগেও বিকেল চারটার দিকে আলীউল্লাহ, সাবের আহমদরা হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আলিউল্লা গংদের হামলায় আহতদেরকে আত্মীয়-স্বজনরা সদর হাসপাতালে নিয়ে আসে। রক্তকরণের কারণে আয়াতুল্লাহর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। অসহায় আয়াতুল্লার পরিবার সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।