মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : ঘূর্ণিঝড়ের ‘জাওয়াদ’ এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় রোববার ও সোমবার যথাক্রমে ৫ ও ৬ ডিসেম্বর টেকনাফ-সেন্টমার্টিন-টেকনাফ পর্যটকবাহী ও যাত্রীবাহী সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করার। ৬ ডিসেম্বরের পর সমুদ্রে ঘুর্ণিঝড়ের অবস্থান ও আবহাওয়া বিবেচনা করে সমুদ্র শান্ত ও নিরাপদ থাকা সাপেক্ষে এ রুটে জাহাজ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ঘোষনা দেবেন। সেন্টমার্টিন দ্বীপে বর্তমানে অবস্থান করা পর্যটকদের শনিবারেের মধ্যে কক্সবাজারে চলে আসার জন্য বলা হয়েছে।