শেফাইল উদ্দিন:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার রেমিট্যান্স যোদ্ধা গিয়াস উদ্দিন বাবু ( ৫৪)কে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
শনিবার ( ২৭ জানুয়ারি ) সকাল ১১ টায় উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়াস্থ নিজ গ্রামের কবর স্থানে জানাজা শেষে তাকে দাফন সম্পন্ন করা হয়। তিনি বর্ণিত এলাকার মৃত বদিউর রহমানের ছেলে । মৃত্যু কালে স্ত্রী ১ ছেলে ২ মেয়ে অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
গিয়াস উদ্দিন বাবু হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রায় ৩ মাস আগে রাজধানী ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন থেকে ওপেন হার্ট সার্জারি অপারেশন করে। এরপর স্বাভাবিক ছিল। গত এক সপ্তাহ আগে হঠাৎ স্টোক করলে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে এবং পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত চার আগে বাসায় নিয়ে আসা হয়।তার শরীরের এক পাশ অবস হয়ে যায়। শুক্রবার ২৬ জানুয়ারি রাত ১২ দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন মধ্য প্রাচ্যের সৌদি আরব ও আরব আমিরাতে ছিল।
এ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ঈদগাঁও প্রেসক্লাব, ঈদগাঁও সাংবাদিক ফোরাম, ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাঁও উপজেলা শাখা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।