ইমরান তাওহীদ রানা:- ঈদগাঁও,

কক্সবাজারের ঈদগাঁও উপ‌জেলার একঝাঁক তরুণ সংবাদকর্মী‌দের সংগঠন ঈদগাহ্ প্রেসক্লাবের ৩য় বর্ষপূর্তি উদযাপন ও বন‌ভোজন সম্পন্ন হয়।

শনিবার(২৭ জানুয়া‌রি) ঈদগাঁও পাব‌লিক লাই‌ব্রেরী হল রু‌মে সকা‌ল ১১ টায় বর্ষপূ‌র্তি উপল‌ক্ষ্যে কেক কাটা হয়। পরবর্তীতে প্রেসক্লা‌ব সভাপ‌তি মাহবুব আলম মাবুর সভাপ‌তি‌ত্বে এবং সাধারন সম্পাদক মোঃ আশফাক উদ্দীন এর সঞ্চালনায় আলোচনা সভা ও বন‌ভোজন সম্পন্ন হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুবল চাকমা, আ‌লোচক হিসেবে উপ‌স্থিত ছি‌লেন বান্দরবান জেলা তথ‌্য কর্মকর্তা জনাব মোহাম্মদ মিজান। বি‌শেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জালালাবাদ ইউ‌পি চেয়ারম‌্যান ইমরুল হাসান রা‌শেদ, ঈদগাঁও থানার উপ পু‌লিশ প‌রিদর্শক জু‌য়েল সরকার।

আম‌ন্ত্রিত অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা আ`লীগ নেতা লুৎফুর রহমান আজাদ লুতু, ইসলামাবাদ ইউ‌নিয়ন আ`লীগ সভাপ‌তি সাইফুল ইসলাম এমইউ‌পি, রামু প্রেসক্লাব সাধারন সম্পাদক সোয়াইব সাঈদ, ঈদগাঁও`র সিনিয়র সংবাদকর্মী তা‌রেকুল হাসান, নুরুল আ‌মিন হেলালী, কা‌ফি আ‌নোয়ার, আ‌তিকুর রহমান মা‌নিক, আজাদ মনসুর, মাস্টার গিয়াস উদ্দীন, প্রেসক্লাবের আইন উপদেষ্টা এড. জুলকারনাঈন জিল্লু, উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান পদপ্রার্থী আ`লীগ নেতা আহামদ ক‌রিম সিকদার, উপ‌জেলা ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং সাধারন সম্পাদক কায়ুম উদ্দীন ডি‌সেন্ট, উপ‌জেলা কৃষকলীগ সভাপ‌তি আবছার কামাল, উপ‌জেলা য‌ুবলীগ নেতা মিজানুল হক, সেইফ ইলা‌মিয়া শ‌পিং কম‌প্লেক্স`র ব‌্যবস্থাপনা প‌রিচালক শ‌হিদুল ইসলাম, ইসলামাবাদ ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং সাধারন সম্পাদক আনছারুল ক‌রিম, ইসলামাবাদ যুবলীগ সভাপ‌তি এম না‌ছির উদ্দীন জয়, সম্ভাব‌্য ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান পদপ্রার্থী পারভীন লা‌কি, সম্ভাব‌্য ভাইস চেয়ারম‌্যান পদপ্রার্থী আ‌জিজুল হক রু‌বেল, মু‌ক্তি‌যোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতা নুরুল হা‌কিম নু‌কি, উপ‌জেলা ছাত্রলীগ নেতা আবু‌হেনা বিশাদ ও ইরফানুল ক‌রিম প্রমুখ।

প্রেসক্লাব সদস‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন যুগ্ন সম্পাদক ইমরান তাওহীদ রানা, অর্থ সম্পাদক গিয়াস উদ্দীন, সাংগঠ‌নিক সম্পাদক সায়মন সরওয়ার কা‌য়েম, দপ্তর সম্পাদক সোয়াইফুল হক, প্রচার সম্পাদক রিয়াজ উ‌দ্দিন রিয়াদ, কার্যক‌রি সদস‌্য আনাছুল হক, আবু বক্কর ছি‌দ্দিক, র‌বিউল আলম র‌বি, সদস‌্য কাজী আব্দুল্লাহ।