সিবিএন:
কক্সবাজার শহরের হোটেল -মোটেল জোনের আলম গেস্ট হাউজ নামক একটি আবাসিক হোটেল থেকে ঝুলন্ত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ডিসেম্বর ) বিকেলে হোটেলের একটি কক্ষ থেকে সঞ্জয় তালুকদার নামক এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ ওই যুবকের স্ত্রী পরিচয়দানকারী নুপুর নামে এক নারীকে আটক করেছে।
সঞ্জয়ের সাথে থাকা ওই নারী জানান, বাথরুম থেকে বের হয়ে গলায় ওড়না প্যাচানো অবস্থায় সঞ্জয়কে পড়ে থাকতে দেখেন তিনি। তাৎক্ষণিক তিনি বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা ট্যুরিস্ট পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, এটি হত্যাকান্ড নাকি আত্মহত্যা- উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
নিহত সঞ্জয় এবং নুপুর দুইজনই স্বামী স্ত্রী পরিচয়ে হোটেলের ২০৫নং কক্ষ ভাড়া নেন ১ ডিসেম্বর।
হোটেলের রেজিস্ট্রার খাতায় তারা সিরাজগঞ্জের থাইংসিঙ্গাপুর ভুঁইয়াঘাঁটি এলাকার বাসিন্দা উল্লেখ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।