সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ আন্দোলনই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা পাশাপাশি কর্মসূচি করেছি কিন্তু ২৮ অক্টোবর বিএনপি প্রকাশ্যে পুলিশ হত্যা করেছে, প্রধান বিচারপতির বাসা, হাসপাতাল এবং সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে, যা দেশবাসী এখনো ভোলেনি। কালো পতাকার নামে নৈারজ্যকর কর্মসূচির সমুচিত জবাব দেয়া হবে।
সোমবার (২৯ জানুয়ারি) জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতৃবৃন্দ এ কথা বলেন।
নেতৃবৃন্দ আরো বলেন, কালো পতাকা কর্মসূচির নামে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডের জানান দিচ্ছে বিএনপি। তাদের কালো পতাকা মিছিলের নামে কক্সবাজারে কোনো অরাজকতা সৃষ্টি করলে এই অপশক্তিকে আমরা প্রতিহত করব। ৩০ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩ টায় কেন্দ্রীয় ঘোষিত শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানান।
জেলা আওয়ামী লীগের সভাপতি এড.ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা শাহ আলম রাজা ,রেজাউল করিম,সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, এড. আব্বাস উদ্দিন চৌধুরী এড.রনজিত দাশ,পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, ইউনুচ বাঙ্গালী, কাজী মোস্তাক আহমেদ শামীম, কাউন্সিলর এম.এ.মনজুর, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, পৌর আ.লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উৎজ্জল কর, জেলা যুবলীগের সাবেক সভাপতি, সোহেল আহসদ বাহদুর, সাধারণ সম্পাদক (সাবেক) শহীদুল হক সোহেল, জেলা কৃষক লীগের সহসভাপতি আনিসুল হক চৌধুরী, জেলা আ.লীগ নেতাএড. জিয়া উদ্দিন আহমেদ, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, জসিম উদ্দিন সাবেক চেয়ারম্যান, এড.রবিউল এহসান, ডা. সাকিব রেজা, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালু, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক দুলাল কান্তি দাশ,জেলা ওলামালীগের আহ্বায়ক মৌলানা নুরুল আলম সরকার, পৌর যুবলীগ নেতা জসিম উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক মনিরুল হক মনির প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা,এড.বদিউল আলম সিকদার,এড. তাপস রক্ষিত, এড. সুলতানুল আলম,আবুল মনসুর চৌধুরী, মিজানুর রহমান, বদরুল হাসান মিল্কি, রহিম উদ্দিন, মোহাম্মদ মহীদুল্লাহ, মির্জা ওবাইদ রুমেল, আজিমুল হক আজিম চেয়ারম্যান, এড. নুরুল ইসলাম সায়েম, মিজানুর রহমান হেলাল, মক্কা প্রবাসী আ.লীগের সাধারণ সম্পাদক শাকের উল্লাহ শাহেদ, পৌর আ.লীগের সহসভাপতি আসিফুল মওলা, নাজমুল হোসাইন, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক দীপক দাশ,এবি ছিদ্দিক খোকন, সহ দপ্তর সম্পাদক সোহেল রানা, নুরুল আলম পেঠান, গিয়াস উদ্দিন, ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আরমানুল আজিম,১নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মোঃইয়াহিয়া খান,৩নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৫নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৮ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি জহিরুল কাদের, ১১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি নজরুল ইসলাম,এম বেলাল উদ্দিন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৎস্যজীবী লীগ নেতা নুরুল আলম আজাদ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন পৌর আ.লীগের সহ সভাপতি সেলিম নেওয়াজ।