সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ শাহজাহানের “মা” কুলসুমা বেগমের (৮২) নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় কক্সবাজারের উখিয়া রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদরাসা মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার বড় সন্তান বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ শাহজাহান । তিনি মায়ের জানাজায় আগত মুসল্লীদের অংশ গ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান এবং মা’য়ের মাগফিরাতের জন্য দোয়ার অনুরোধ করেন।

নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

জানাজা পূর্ব সমাবেশে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ড. আ জ ম ওবায়েদুল্লাহ, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল জাহিদুল ইসলাম, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, খাগড়াছড়ি জেলা আমীর সৈয়দ আবদুল মোমেন, বান্দরবান জেলা আমীর আব্দুস সালাম আজাদ,চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আলাউদ্দিন সিকদার, সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমীর অধ্যক্ষ নূরুল হোছাইন ছিদ্দীকি রাজাপালং মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নগর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম,কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য হেদায়াত উল্লাহ, মাওলানা শফিউল হক, দেলাওয়ার হোসাইন, জাকির হোছাইন, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, উখিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা নূরুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি নেতৃবৃন্দ।

উল্লেখ্য সোমবার দুপুর ২টায় নিজ বাড়িতে কুলসুমা বেগম ইন্তেকাল করেছেন।