প্রতিনিধি, কক্সবাজার :

শীতকালীন বিচ ফুটবল ও ভলিবলের শিরোপা জিতেছে কক্সবাজার সদর উপজেলা কিশোরী ভলিবল দল। ৩১ জানুয়ারি (বুধবার) সকালে এবং বিকেলে সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে আলাদা ফাইনাল ম্যাচের দু’টিতে চকরিয়া উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সদর উপজেলার মেয়েরা।

সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা ২-১ সেটে চকরিয়া উপজেলা কিশোরী ভলিবল দলকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ লিয়াকত আলী।

মন্ত্রণালয়ের উপসচিব ফজলে ইলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব জগদীশ চন্দ্র দেবনাথ, ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড হুড ম্যানেজার এলিসা কল্পনা, ইউনিসেফ বাংলাদেশ চাইল্ড প্রটেকশন স্পেশালিস্ট মনিরা হাসান, প্রোগাম কো-অর্ডিনেটর সানজিদা ইসলাম, কক্সবাজার অফিস প্রধান রেহমা এবাদি।

এদিকে বিকেলে মেয়েদের ফুটবলে চকরিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কক্সবাজার সদর উপজেলা প্রমিলা ফুটবল দল৷

জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকীর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়-কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, এরকম আয়োজন কক্সবাজারে প্রতিবছর করা হবে যাতে মহিলারাও খেলাধুলায় এগিয়ে যেতে পারেন।

এর আগে কক্সবাজারের নয় উপজেলার কিশোরী দলকে স্ব-স্ব উপজেলায় সপ্তাহ ব্যাপী ভলিবল ও ফুটবল প্রশিক্ষণ দেয়া হয়।