নিজস্ব প্রতিবেদক:
জেলা আওয়ামী লীগ নেত্রী অধ্যাপিকা রোমেনা আকতার বলেছেন, দেশে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা সারা বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবেন। তিনি ক্ষমতায় আছেন বলে নারীরা আজ নির্বিঘ্নে ঘর থেকে বের হতে পারছেন। শেখ হাসিনা ক্ষমতার আছে বলেই নারী এসপি, ডিসিসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
“বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারীর অংশগ্রহণে উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার পথে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকেলে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ঘোনারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশাল মহিলা সমাবেশে এসব কথা বলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেত্রী অধ্যাপিকা রোমেনা আকতার।
অধ্যাপিকা রোমেনা বলেন, আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, তিনি নারীদের দুঃখ-কষ্ট বোঝেন, নারীদের প্রয়োজন বোঝেন এবং নারীদেরকে অত্যন্ত গুরুত্ব দেন। তিনি নারীদেরকে স্বনির্ভর করতে চান, নারীদেরকে স্বাবলম্বী করতে চান। আমাদের দেশের প্রায় অর্ধেক মানুষ নারী। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের দারিদ্র্য ও ক্ষুধামুক্তি, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার বিষয়কে অগ্রাধিকার দেন।
রোমেনা আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের নাম নিলে যেমন বঙ্গবন্ধুর নাম নিতে হয়, তেমনই বাংলাদেশের উন্নয়নের নাম নিলে শেখ হাসিনার নাম নিতে হয়।
শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার এ বিশাল মহিলা সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি অধ্যাপিকা রোমেনার আহ্বানে প্রায় ৩ শতাধিক নারী উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।