মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়া নিবাসী মরহুম আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ পেশকার প্রথমপুত্র, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব (৪৯) এর নামাজে জানাজা বুধবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় কক্সবাজার শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে। কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, মরহুমের নানা আল্লামা মাহমুদুল হক জানাজায় ইমামতি করবেন। জানাজার পর টেকপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মাতা-পিতার কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
মরহুমের ছোট ভাই বিশিষ্ট ব্যাংকার এম. জাহেদ উল্লাহ জাহেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব এর মরদেহ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভারতের মুম্বাই থেকে ঢাকা হজরত শাহজালাল (রা:) আন্তজার্তিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। ঢাকা থেকে সড়কপথে মৃতদেহ কক্সবাজার আনা হবে।
সাবেক কৃতি ফুটবলার মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব সোমবার (৫ ফেব্রুয়ারী) বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব দীঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি মধ্যম টেকপাড়া সমাজ কমিটির সর্দার ছিলেন এবং কক্সবাজার জেলা পরিষদ কার্যলয়ের উচ্চমান সহকারী মোহাম্মদ আমান উল্লাহ আমান ও ইউনিয়ন ব্যাংক উখিয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জাহেদ উল্লাহ’র বড় ভাই।
মৃত্যুকালে হাবিব উল্লাহ স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।