সোয়েব সাঈদ, রামু:
রামুর কৃতি সন্তান, সিনিয়র সহকারী সচিব ও কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা বলেছেন- শিক্ষার্থীদের ভালো কিছু হওয়ার স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন পূরণে আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে সফলতা আসবেই। এজন্য সাধনাও চালিয়ে যেতে হবে। যোগ্যতা, মেধা মনন ও পরিশ্রম দিয়ে যে সফলতা বয়ে আনবে সেটাই হবে শ্রেষ্ঠ অর্জন। যা নিজের শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও পরম পাওয়া। তিনি আরো বলেন, আমরা যে যাই করিনা কেন সময়টাকে কাজে লাগেতে হবে।
রামু উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৪ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, তাসলিমুন নেছা।
৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র সহকারী সচিব ও কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা আরও বলেন, “আজ থেকে ২০ বছর আগে আমিও এ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আজ আমি আমার প্রিয় বিদ্যাপীঠে এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছি। এটি আমার কাছে পরম সৌভাগ্যের মনে করি। এসএসসি পরিক্ষার আগে আমিও স্বপ্ন দেখতাম ভালো কোন বিশ্ববিদ্যালয়ে পড়বো। সে থেকে দিন রাত এক করে কঠোর সাধনা করেছি। অবশেষ সফল হয়ে আজ আমি বিসিএস প্রশাসন ক্যাডারের একজন গর্বিত সদস্য।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুরনাহারের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওসমান সারওয়ার মামুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য শহিদুল্লাহ সিকদার বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী হায়দার অভিভাবক প্রতিনিধি বেলাল আহামদ প্রমুখ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা কামালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ জায়েদ। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ওসমান গনি, মোহাম্মদ আব্দুল্লাহ। পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মেহেন্নোভা ফাতিহা সোবা। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন- তৌহিদুল ইসলাম, ছৈয়্যদা মাসনুন প্রভা ও সাইয়েম। মানপত্র পাঠ করেন আইভিন সুলতানা সালমা ও তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রণব বড়ুয়া, ছৈয়দ আলম, রহিমা বেগম, সরওয়ার কামাল, দেবাশীষ চক্রবর্তী ও আঞ্জুমান আরা এনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।