দ্বীনি শিক্ষা আদর্শ মানুষ তৈরী করে
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার- (সদর, রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন- ধর্মীয় শিক্ষা প্রসারে বর্তমান সরকার অবদান রাখছে। সঠিক ধর্মীয় শিক্ষা অর্জন করে কেউ অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। আদর্শবান ও নৈতিকাবোধ সম্পন্ন মানুষ গড়ে তুলতে হলে সর্বক্ষেত্রে দ্বীনি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। এজন্য এলাকার প্রতিনিধিত্বশীল ও বিত্তবানদেরও ইসলামী শিক্ষার প্রসারে ভূমিকা রাখতে হবে।
সাংসদ কমল রামুর চাকমারকুল ইউনিয়নের দক্ষিণ চাকমারকুল মৌজিমেরদ্বীপে নব প্রতিষ্ঠিত কালুরহাট হাফেজিয়া তালিমুল কোরআন মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন।
শনিবার (৪ ডিসেম্বর) বেলা ২টায় ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন- চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, দৈনিক আমাদের সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, দৈনিক আমাদের সময় এর কক্সবাজারস্থ নিজস্ব প্রতিবেদক ও চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, প্রবীন সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সরওয়ার কামাল সোহেল, একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ, ইউপি সদস্য সাহাব উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এরআগে এমপি কমল সহ নেতৃবৃন্দ দৈনিক আমাদের সময় এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদ উল্লাহর মায়ের কুলখানিতে অংশ নেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।