শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর উদ্যোগ- ঘরে ঘরে বিদ্যুৎ এ স্লোগানকে সামনে রেখে সাগর বেষ্টিত দ্বীপ কুতুবদিয়া উপজেলা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত হয়। তাঁরাই ধারাবাহিকতায় কক্সবাজার-২ (কুতুবদিয়া- মহেশখালী) সাংসদ আশেক উল্লাহ রফিকের বিশেষ উদ্যোগে আলোকিত হল ধুরুং বাজারটিও। এক সময় সন্ধ্যা নামলেই অন্ধকার থাকতো এ বাজারটি। সেই অন্ধকারচ্ছন্ন দীর্ঘ বাজারটি অবশেষে ২৩টি বৈদ্যুতিক বাতির দিয়ে আলোকিত করলো ধূরুং বাজার ব্যবস্থাপনা কমিটি।
বুধবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ বৈদ্যুতিক সড়কবাতি গুলো উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও
মো. রাশেদুল ইসলাম। এতে সাথে ছিলেন, উপজেলা প্রকৌশলী ( এলইজিডি) মো. কপিল উদ্দিন কবির, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান এবং দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধূরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলা উদ্দিন আল আজাদ।
উদ্বোধনকালে ইউএনও বলেন, ধুরুংবাজার থেকে অর্জিত রাজস্ব থেকে বাজারে আগত লোকজনসহ ব্যবসায়ীদের উপকারার্থে বাজার ব্যবস্থাপনা কমিটি এই উদ্যোগটি নেয়। ভবিষ্যতে ধুরুংবাজারকে পরিস্কার- পরিচ্ছন্ন রাখাসহ গণশৌচাগার নির্মানের পরিকল্পনাটিও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
এবিষয়ে দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধূরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলা উদ্দিন আল আজাদ বলেন, ধূরুং বাজারের বার্ষিক লিজ থেকে প্রাপ্ত রাজস্বের একটা অংশের বরাদ্দের মাধ্যমে আমরা বৈদ্যুতিক সড়কবাতিরগুলো স্থাপন করেছি। ব্যবাসায়ীসহ সকলের কল্যাণে। পর্যায়ক্রমে দক্ষিণ ধুরুং ইউনিয়নের প্রতিটি পাড়া ও মাহল্লায় সড়কবাতির মাধ্যমে আলোকিত করা হবে বলে আশ্বাস দেন তিনি।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, ধূরুং বাজার বাজার ব্যবস্থাপনা কমিটি সাধারণ সম্পাদক মিছবাহুল সিকদার, সদস্য মো. হোছাইন ও বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীগণ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।