রামু প্রতিনিধি:
রামুতে মাসব্যাপী পাট পণ্য ও হস্তশিল্প মেলা শুরু হয়েছে। কক্সবাজার মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা এ মেলার আয়োজন করেছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রামু উপজেলা নতুন প্রশাসনিক ভবন মাঠে মাসব্যাপী এ পাট পণ্য ও হস্তশিল্প মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজার মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি মনোয়ারা পারভিন।
কক্সবাজার মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি মনোয়ারা পারভিন জানান, আমি তৃণমূল থেকে উঠে আসা একজন নারী উদ্যোক্তা, শৈশবকাল থেকেই নারীদের জন্য কিছু করার প্রবল ইচ্ছা ছিল আমার।বাংলাদেশের বিভিন্ন জেলায় নারী উদ্যোক্তাদের জয়জয়কার। এই দিক থেকে কিছুটা পিছিঁয়ে রয়েছে আমার জেলার নারীরা,তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নারী উদ্যোক্তা হিসাবে গড়ে তুলার জন্য কাজ করছি আমরা। ভবিষ্যৎতে রামুর যে প্রান্তিক নারীগুলো রয়েছে তাদেরকে নিয়ে আমরা কাজ করত চাচ্ছি। তাদের থেকে নির্দিষ্ট কিছু নারীদের যাচাইয়ের মাধ্যমে এই মেলায় বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেয়া হবে।
এসময় তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পাট শিল্পকে সম্প্রসারণ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। আমাদের লক্ষ্য, ভবিষ্যতে নারীরা তাদের সাংসারিক কাজ শেষে প্রতিটি ঘরে ঘরে পাট নিয়ে কাজ করবে এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে। মাসব্যাপী এ মেলায় হস্তশিল্প এবং কুটির শিল্পের পাশাপাশি শিশুদের খেলাধুলার ব্যবস্থা রয়েছে।’
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার মাসব্যাপী এ মেলা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি নারীদের সংসারের কাজের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার অনুরোধ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রামু উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী, উপজেলা যুবলীগ সভাপতি পলক বড়ুয়া আপ্পু, সাধারন সম্পাদক রাশেদ আলী, সহ সভাপতি আনছারুল হক ভুট্টো, রামু প্রেসক্লাব সাধারন সম্পাদক সোয়েব সাঈদ, সহ সভাপতি খালেদ হোসেন টাপু, গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলার সাধারন সম্পাদক কায়ছার মাহমুদ সহ পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ৫ মার্চ পর্যন্ত। মেলায় পাটজাত পণ্যসহ বিভিন্ন পণ্যের ৪০ টিরও অধিক স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।