মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক উপ প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব স্মরণে খতমে কুরআন, ইছালে সওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এবিসি ঘোনার চেয়ারম্যান ঘাটাস্থ হজরত মায়মুনা (রা:) মাদ্রাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ-এতিমখানার উদ্যোগে শনিবার ১০ ফেব্রুয়ারী মাদ্রাসা মিলনায়তনে এ কর্মসূচী পালিত হয়। মরহুম আলহাজ্ব হাবিব উল্লাহ হাবিব ছিলেন এ প্রতিষ্ঠানের জমিদাতা সদস্য ও পরিচালনা কমিটির অন্যতম মেম্বার।
হজরত মায়মুনা (রা:) মাদ্রাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ-এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী’র সভাপতিত্বে অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসাবে মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও সীতাকুন্ড কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মাহমুদুল হক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ হেলাল উদ্দিন, রামু’র রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ্ সিকদার, কক্সবাজার জেলা জজ আদালতের অতিরিক্ত জিপি, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ রাশেদ উদ্দিন, সাবেক উপজেলা প্রকৌশলী আববাস উদ্দিন আহমদ, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসাইন, বিশিষ্ট সাংবাদিক নুরুল ইসলাম হেলালী।
পরিচালনা কমিটির সদস্য ও জব্বারিয়া প্রিন্টর্সের সত্বাধিকারী মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মরহুমেের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, মাদ্রাসার আরেক জমিদাতা সদস্য ও ইউনিয়ন ব্যাংক উখিয়া শাখার ব্যবস্থাপক এম. জাহেদ উল্লাহ জাহেদ। মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র মোহাম্মদ হিজবুল্লাহ’র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ইছালে সওয়াব ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন-মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইকবাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক (ভা:) মোজাম্মেল হক, পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক মাস্টার নুরুল আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ, পরিচালনা কমিটির সদস্য আবদুস সালাম কোম্পানি, পরিচালনা কমিটির সদস্য নুরুল হুদা প্রমুখ। মাহফিলে ইসলামি সংগীত পরিবেশন করেন, মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুম ও তৃতীয় শ্রেণির ছাত্রী সাওদা বিনতে হুদা।
দোয়া মাহফিলে প্রধান অতিথি আল্লামা মাহমুদুল হক মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব এর স্মৃতিচারণ করে বলেন, মৃত ব্যক্তিদের কুরআন সুন্নাহ অনুসারে সতর্কতার সাথে স্মরণ করা উচিত। নাহয়, মৃত ব্যক্তির কাছে পূণ্য যাওয়ার পরিবর্তে কবরে আযাব প্রেরিত হয়। বিশেষ করে সদকায়ে জারিয়া হয়, এমন কাজ, মৃত ব্যক্তিদের জন্য দোয়া, নামাজ, রোজা সাধ্যমতো সদকা ইত্যাদি করা উচিত। প্রধান অতিথি আরো বলেন, মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব নিঃসন্দেহে একজন সাদামনের পরহেজগার, দ্বীনদার ও ভালো মানুষ ছিলেন। ছিলেন বহুগুনে গুণান্বিত পরোপকারী, উদার, নিরহংকার ও মানবিক একজন প্রচারবিমুখ সমাজকর্মী। শিষ্টাচার সমৃদ্ধ কুরআন সুন্নাহভিত্তিক পরিশুদ্ধ সমাজ গঠনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর কর্ম মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথে উৎসাহিত করে। হজরত মায়মুনা (রা:) মাদ্রাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ ও এতিমখানা সহ তাঁর সম্পৃক্ত থাকা অন্যান্য প্রতিষ্ঠান গুলো তার উজ্জ্বল দৃষ্টান্ত। জীবদ্দশায় করা তাঁর সৎকর্মগুলো সমাজে নিরন্তর আলো ছড়াচ্ছে। যার সুফল ভোগ করছে এলাকাবাসী। স্মৃতিচারণ শেষে প্রধান অতিথি আল্লামা মাহমুদুল হক দোয়া মাহফিল পরিচালনা করেন।
ইছালে সওয়াব ও দোয়া মাহফিলে মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি ও মরহুম আলহাজ্ব মোহাম্মদ হাবিব উল্লাহ’র ছোট ভাই মোহাম্মদ আমান উল্লাহ, মরহুমের চাচা, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রাজ্জাক বাবুল, চট্টগ্রাম কুয়াইশ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম, পরিচালনা কমিটির সদস্য মাস্টার দ্বীন মুহাম্মদ পরিচালনা কমিটির সদস্য ও বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা ফারহান উল্লাহ, পরিচালনা কমিটির সদস্য আমান উল্লাহ সওদাগর, পরিচালনা কমিটির সদস্য আবদুর রহিম, মরহুমের পরিবারের সদস্য লোকমান হাকিম জিল্লু, টেকপাড়া সোসাইটির সহ সাধারণ সম্পাদক জাবেদ উল্লাহ মিয়া, বিশিষ্ট সমাজকর্মী আরিফুল ইসলাম আরফাত, মাদ্রাসার শিক্ষক মাওলানা রহিম উল্লাহ মামুন, মোস্তাফিজুর রহমান, আবদুল্লাহ চৌধুরী,৷ মাওলানা মোফাজ্জল হোসাইন, মাওলানা মোহাম্মদ জুবায়ের, মোহাম্মদ সাইমুম সহ অভিভাবক, শিক্ষার্থী, বিশিষ্টজন, প্রচুর এলাকাবাসী ও মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব এর পরিবারের সদস্যরা ইছালে সওয়াব ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। ইছালে সওয়াব ও দোয়া মাহফিলে মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কবি আলহাজ্ব আবুল হোসাইন মরহুম আলহাজ্ব হাবিব উল্লাহ হাবিবকে উৎসর্গ করা “শোকাহত আমরা” শিরোনামে স্বরচিত একটি কবিতা আবৃত্তি করেন।
এছাড়া, আলহাজ্ব মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব স্মরণে গত ৯ ফেব্রুয়ারী সোনালী অতীত ফুটবল ক্লাব কক্সবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও দোয়া মাহফিল কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। অনুরূপভাবে টেকপাড়া জামে মসজিদ সংলগ্ন হেফজখানায় ১১ ফেব্রুয়ারী রোববার আলহাজ্ব মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব এর আত্মার মাগফেরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়ার মরহুম আলহাজ্ব আবদুল্লাহ পেশকার ও জেবুন্নাহার বেগমের প্রথম পুত্র, হজরত মায়মুনা (রা:) মাদ্রাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ-এতিমখানার জমি দাতা সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব গত ৫ ফেব্রুয়ারী বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সজ্জন, অমায়িক, অসাধারণ বন্ধু বৎসল, ধর্মপরায়ন মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব আক্রান্ত ছিলেন।
মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব ঐতিহ্যবাহী মধ্যম টেকপাড়া সমাজ কমিটির সর্দার ছিলেন, কক্সবাজার জেলা ফুটবল টিমের কৃতি ফুটবলার, টেকপাড়া সোসাইটির উপদেষ্টা, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ এর উপদেষ্টা, কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সহ সভাপতি সহ কক্সবাজারের বিভিন্ন শিক্ষা, সামাজিক, ধর্মীয়, ক্রীড়া সহ কল্যানকর আরো অনেক প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব কক্সবাজারের ঐতিহ্যবাহী মধ্যম টেকপাড়া সমাজ কমিটির সভাপতি, সমাজকর্মী মরহুম মোহাম্মদ মুসলিম সর্দার ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রাজ্জাক বাবুলের ভ্রাতুষ্পুত্র। মৃত্যুকালে মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। একমাত্র কন্যা ফাবিহা হাবিব তিলকা বিবাহিত ও এলএলবি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী এবং জামাতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা। একমাত্র পুত্র আবদুল্লাহ আল সাদ তম্ময় কক্সবাজার সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। সহধর্মিণী সৈয়দা রেহেনা বেগম বেলী কক্সবাজার শহরের আইবিপি রোডস্থ মরহুম সৈয়দ মোজাফফর আহমদ সওদাগর এর কন্যা এবং চট্টগ্রামস্থ প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ জসিম উদ্দিন এর ছোট বোন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।