নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের ঐতিহ্যবাহী ব্যবসায়িক প্রতিষ্ঠান চৌরঙ্গীর মালিক মোহাম্মদ আলীর পিতা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রওশন আলী সওদাগরের ৮ম মৃত্যুবার্ষিকী আজ (১৪ ফেব্রুয়ারি)।
৮৬ বছর বয়সে ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন কক্সবাজারে প্রসিদ্ধ এই ব্যবসায়ী। জীবদ্দশায় তিনি ব্যবসার পাশাপাশি শিক্ষা, ধর্মীয় ও সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন। চট্টগ্রাম দক্ষিণাঞ্চলে তাকে চেনে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। রওশন আলী সওদাগরের সুনাম, বিস্তৃতি এখনো জেলাব্যাপী পরিচিত। তিনি ৮ সন্তানের জনক ছিলেন।
আলহাজ্ব রওশন আলী সওদাগরের ব্যবসায়ীক অবস্থান ও ইতিবাচক পরিবেশ দেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারমুখি হন অনেক ব্যবসায়ী। যে কারণে কক্সবাজারে একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হয়।
আলহাজ্ব রওশন আলী সওদাগরের আত্মার মাগফিরাত কামনায় ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও আত্নীয় স্বজনসহ সবার নিকট দোয়া চেয়েছেন জ্যেষ্ঠ সন্তান মোহাম্মদ আলী ও পরিবারের সদস্যরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।