এইচ এম রুহুল কাদের, চকরিয়া
চকরিয়া উপজেলার বরইতলী বুড়ির দোকান স্টেশনে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল, এবং জলাশয় ভরাট করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ইমরান নামের এক প্রভাবশালী লোক।
বরইতলী-পেকুয়া কনৌজ শেখ হাসিনা সড়কের পাশে এই পরিবেশ বিধ্বংসী মার্কেট নির্মাণ করছে।
এতে এলাকার জলাশয়ের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অন্যদিকে উৎস হারিয়ে যাওয়ায় কমছে অগ্নিনির্বাপণের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ সুবিধা। বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পানির জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হবে।
ফায়ার সার্ভিস চকরিয়া স্টেশন ইনচার্জ মো: সেলিম উদ্দিন বলেন,
জলাশয় ভরাটের ফলে ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে। এতে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এছাড়া জলাশয়কে পানি সংরক্ষণাগার বলা হয়। জলাশয়ের পানি শোধন হয়ে ভূস্তরে গিয়ে মেশে। এতে পানির স্তর স্বাভাবিক থাকে। কিন্তু জলাশয় ভরাট করা হলে পানির স্তর নিচে নেমে যায়। জমির উর্বরতা কমে যায়। মোট কথা, জলাশয় ভরাট করা হলে জীববৈচিত্র্যের অস্তিত্ব সংকটের মুখে পড়ে।তাছাড়া পুকুর ও জলাশয় ভরাটের কারণে বন্যার পানি জমে বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।
সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা মো: দিদার বলেন,খোঁজ-খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কাইছার উদ্দিন জোসেফের কাছে জানতে চাইলে তিনি অবগত নয় বলে জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।