প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি তিনদিনের সরকারি সফরে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ) নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার আসছেন। তিনি সরকারি ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে রবিবার (১৮ ফেব্রুয়ারি) রবিবার সকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি‘র সহকারী একান্ত সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত (বাজাস/হুইপ/সাসককা/সফর/১২-২০২৪-০৫) স্বারকে জানানো হয়- শুক্রবার সকাল সাড়ে ১০ টায় হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি ঢাকা নাখালপাড়াস্থ সংসদ সদস্য ভবন হইতে সড়ক পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে ১১:৩০ টায় ইউএস বাংলা বিমানযোগে দুপুর ১২:৩৫ টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিকাল ৪ টায় কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন, এবং সন্ধ্যা ৬:০০ টায় কক্সবাজার জেলা পুজা উদযাপন পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন।

স্বারকে আরও জানানো হয়, পরদিন শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০:০০ টায় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন এর সাথে পোগ্রামে যোগদান করবেন, সকাল ১১ টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমান বন্দরে মুক্তিযোদ্ধামন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হককে অভ্যর্থনা জানাবেন এবং বিকাল ৩:৩০ টায় ঈদগাঁও উপজেলা বাসী আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশগ্রহন করবেন। এরপর সন্ধ্যা ৬:০০ টায় ঈদগাঁও প্রেসক্লাবের ২৫ বছরপুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।

পরদিন রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় ঢাকার উদ্দেশ্যে রামুর ওসমান ভবন হতে কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে সকাল ১০: ৩৫ টায় ইউএস বাংলা বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। সরকারি এ সফরকালে হুইপ এর ব্যক্তিগত কর্মকর্তা/কর্মচারীগণ সফরসঙ্গী থাকবেন।