সংবাদ বিজ্ঞপ্তি:
সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজের মাঠে চিটাগাং আইডিয়্যাল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করেন সম্মানিত অতিথিবৃন্দ।
সিনিয়র শিক্ষক মুহাম্মদ সৈয়দুল আলমের সঞ্চালনায় এবং পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীদা নাসরিন শিউলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার ও আঞ্চলিক পরিচালন মাউশি, চট্টগ্রাম অঞ্চল
উত্তম খীসা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি ডা. মুজিবুল হক, সহকারী প্রধান শিক্ষক নুরুদ্দীন
মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে উত্তম খীসা নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করে বলেন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে প্রাতিষ্ঠানিক ল্যাব বেশি বেশি ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন।
একাডেমিক ডাইরেক্টর আমেনা শাহীন বক্তব্যে আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গঠনে
শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিটাগাং আইডিয়্যাল ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি, ডা. এ.কে.এম. ফজলুল হক, চিটাগাং আইডিয়্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও একাডেমিক ডাইরেক্টর আমেনা শাহীন, সম্মানিত ট্রাস্টি হুমায়ুন কবির পাটওয়ারী।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন চিটাগাং আইডিয়্যাল ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চিটাগাং আইডিয়্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ ইউছুফ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র শিক্ষক এস.এম. শাহ ইলিয়াছ। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।