প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও) আসনে তৃতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হওয়ায় সংবর্ধনা দিয়েছে ঈদগাঁও উপজেলা নাগরিক সংবর্ধনা কমিটি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ঈদগাঁহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল গণসংবর্ধনায় সংবর্ধিত অতিথি হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন-ঈদগাঁও‘র মানুষ আমাকে যে সম্মান দিয়েছেন তাহা ভুলার মতো নয়। আমি ঈদগাঁওবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, আমাদের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদে ভবন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস স্টেশন, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, ঈদগাঁও উপজেলার রাস্তা-ঘাটসহ অবকাঠামোগত সকল প্রকার উন্নয়নের মাধ্যমে ঈদগাঁওকে স্মার্ট উপজেলায় রূপান্তর করা হবে।

হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি আগামী ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে সম্মিলিত ভাবে একজন সেবককে চেয়ারম্যান প্রার্থী করার কথা বললে উপস্থিত হাজারো জনতা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদকে চাই বলে ধ্বনি তুলে। এসময় হুইপ কমল জনতা যাকে চায় তিনিও তাঁর পক্ষে থাকবেন বলে জানান।
তবে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে যারা ডুবানোর চেষ্টা করেছিল তাদেরকে প্রতিহত করতে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, লবণচাষী এবং শ্রমিকরা যেন তাদের ন্যায্য পাওনা পায় আমার সে প্রচেষ্টা থাকবে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর সাবেক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বদিউল আলম, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফিরুজ আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট একরামুল হুদা, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন।

ঈদগাঁও উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিমের সভাপতিত্বে এবং ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়- ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুর ছিদ্দিক, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু, উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জনপ্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়াও হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি শনিবার বেলা ১২ টায় কক্সবাজার মেডিকেল কলেজে ছাত্র শিক্ষকদের অংশ গ্রহণে চিকিৎসা শিক্ষা সংলাপ এ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। দুপুর ২ টায কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইন্সটিটিউটের শহীদ সুভাষ হলে “নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা” শোনানোর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সন্ধ্যা সাড়ে ৭ টায় ঈদগাঁও প্রেস ক্লাবের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

রাতে হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি রামু উপজেলার ঈদগড়, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং চেয়ারম্যান- মেম্বারদের সাথে পৃথক মতবিনিময় সভায় মিলিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।