চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ ডুমখালী গ্রামে অবস্থিত এতদাঞ্চলের বৃহত্তম মসজিদ “ডুমখালী কেন্দ্রীয় জামে মসজিদ” এর জন্য কুরআন-হাদিসের অগাধ ইলমের অধিকারী, সহজ-সাবলীল ভাষায় বিষয়ভিত্তিক সূত্রনির্ভর বক্তব্যদানে পারদর্শী, সুকণ্ঠের অধিকারী, সুভাষী, উচ্চ শিক্ষিত একজন খতিব আবশ্যক। আগ্রহী প্রার্থী এনআইডি, ছবিসহ সিভি, শিক্ষাগত যোগ্যতার সনদসহ আগামী ২৬/০২/২০২৪ তারিখের মধ্যে সভাপতি বরাবর আবেদন পত্র ডাকযোগে/ই-মেইল/ হোয়াটস অ্যাপ এ পাঠাতে পারবেন।
আবেদনপত্র প্রাপ্তির পর মোবাইলে সাক্ষাৎকারের জন্য সিডিউল জানিয়ে দেওয়া হবে।
E-mail: amfac66@gmail.com
হোয়াটস অ্যাপ নম্বর: ০১৮১৮-৬৮৫৮৯৫
মসজিদ পরিচালনা কমিটির পক্ষে
অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরী
সেক্রেটারি
০১৮১৮-৬৮৫৮৯৫
হাজী আবু ছালাম
সভাপতি
০১৭১৫-০৯৯৪৬২