এইচ এম রুহুল কাদের, চকরিয়া:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চকরিয়া পৌরসভার কৃষক দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।
দলনিরপেক্ষ সরকারের অধীনে পূননির্বাচন,নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও কারাবন্দি নেতাদের মুক্তিসহ ১দফা দাবি আদায়ের লক্ষ্যে এই লিফলেট ও গণসংযোগ পালন করে।
সোমবার(১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের থানা রাস্তার মাথা থেকে শুরু করে চকরিয়া শহরের গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে জনতা শপিং সেন্টারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। কৃষকদলের কক্সবাজার জেলা যুগ্ম আহ্বায়ক ও চকরিয়া পৌরসভার আহ্বায়ক জালাল উদ্দীন ছোট্টোর নেতৃত্বে কর্মসূচিতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা বলেন, বিরোধী দলের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি, বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে আমাদের এ সমাবেশ। এ সমাবেশের মাধ্যমে আওয়ামী লীগ সন্ত্রাস-দুর্নীতির প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা হবে।