নিজস্ব প্রতিবেদক:
রামু উপজেলার ধেচুয়াপালং এলাকার তিন শতাধিক গবাদি পশুকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠে আনন্দ এনজিওর সহযোগিতায় এই কর্মসূচি আয়োজন করে রামু উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

ভ্যাকসিন প্রদানের খবরের বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল নিয়ে ছুটে আসেন স্থানীয় খামারিসহ নারী পুরুষগণ।

নিজেদের পালিত গবাদি পশুর জন্য বিনামূল্যে ভ্যাকসিন ও কৃমিনাশক ওষুধ পেয়ে সন্তুষ্ট এলাকাবাসী।

পাশাপাশি বিনামূল্যে পরামর্শও প্রদান করা হয়েছে।

গবাদি পশুর চিকিৎসাসেবা প্রদান করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন।

সাথে ছিলেন ভিএফএ শাহাদাত করিম ও মিছবাহ উদ্দিন।

এ সময় আনন্দ এনজিওর প্রোগ্রাম অফিসার নয়ন কুমার সরকার, ফিল্ড অফিসার মোরশেদা বেগম, মিল অফিসার ইবনুল হোসাইনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন বলেন, সঠিক সময়ে চিকিৎসা ও পরামর্শের অভাবে অনেক সময় গবাদি পশু অসুস্থ হয়ে অকালে মারা যায়। যাতে ক্ষতিগ্রস্ত হয় খামারি ও ব্যক্তিরা। দেশের পশুসম্পদ রক্ষা করতে বিনামূল্যে ভ্যাকসিন, চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, গরুর বাদলা, এনথ্রাক্স, গুডফক্স ও ছাগলের পিপিআর ভ্যাকসিনের পাশাপাশি কৃমিনাশক ওষুধও প্রদান করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে ডা. অসীম বরণ সেন বলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিস গ্রামীণ এলাকা থেকে দূরে হওয়ায় গবাদি পশুগুলো সঠিক সময়ে চিকিৎসা সেবা পায় না। সেটি চিন্তা করে আপনাদের ঘরের পাশেই ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে।