প্রেস বিজ্ঞপ্তি
ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
নির্ঝর সাহিত্য-সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালক জাহিদুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শতাব্দী সাংস্কৃতিক সংসদ কক্সবাজারের আহ্বায়ক আল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার নিউজের বার্তা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ইমাম খাইর।
বক্তারা বলেছেন, রক্তের বিনিময়ে অর্জিত ভাষা আমার মায়ের ভাষা বাংলা। বাংলা ভাষার মর্যাদা কে সমুন্নত রাখতে আমাদের কে পরিশীলিত ও বিশুদ্ধভাবে বাংলা ভাষা চর্চা করতে সচেষ্ট হতে হবে। বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভিনদেশী আক্রমণ থেকে বাঁচাতে কাজ করতে হবে। আলোচনা সভার শুরুতে কোরাস ভাষার গান, কবিতা আবৃত্তি করেন নির্ঝর সাহিত্য-সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন নির্ঝর সাহিত্য-সাংস্কৃতিক সংসদের সহ-পরিচালক শিল্পী জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক বাচিক শিল্পী খাইরুল ইসলাম আদিব।