অনলাইন ডেস্ক:
ধূমপানের কারণে প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক মানুষের মৃত্যু হয়। এটা কারো অজানা নয়। শুধু ধূমপানকারী নিজে নয়, এর দ্বারা অন্যরাও প্রভাবিত হন। এবার ধূমপানের বিরুদ্ধে কঠোর আইন করেছে সংযুক্ত আরব আমিরাত।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষা দিতে বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে আমিরাত সরকার। দেশটির শিশু অধিকারসংক্রান্ত ওয়াদিমা আইনানুসারে শিশুদের সামনে ধূমপান বেআইনি ঘোষণা করা হয়েছে।
আইনানুসারে, দেশটিতে পাবলিক বা প্রাইভেট গাড়িতে বা আবদ্ধ জায়গায় ১২ বছরের কম বয়সী শিশুদের সামনে ধূমপানকে নিষিদ্ধ করা হয়েছে। সরকারের এ আইন অমান্য করলে ৫ হাজার দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় লাখ টাকা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, কোনো ব্যক্তি নিজে ধূমপান না করলেও ধূমপানকারীর সংস্পর্শে আসার কারণে তার স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ে। ফলে শিশুদের সামনে ধূমপানের কারণে তাদেরও স্বাস্থ্যগত ক্ষতি হতে পারে। এ ক্ষতি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শিশুদের সামনে ধূমপান নিষেধাজ্ঞার পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের কাছে নিকোটিন বা তামাকজাতীয় পণ্যও নিষিদ্ধ করা হয়েছে। এ আইন অমান্য করলে ১৫ হাজার দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার লাখ টাকার কাছাকাছি। আইনানুসারে জরিমানা না দিলে তিন মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।