প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ সকলেই সম্মানের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে থেকে নিজ নিজ ধর্ম যেন স্বাধীন ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন তা নিশ্চিত করেছেন। সব ধর্মেই শান্তির কথা বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটাই সত্য যে ধর্ম যার যার উৎসব সবার এবং এভাবেই বাংলাদেশে উৎসবগুলো পালন হয়ে আসছে।
বাংলাদেশে যে হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি রয়েছে তা যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। কোনো একক ধর্মের মানুষই নয়, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃষ্টান সকল ধর্মের মানুষ এক হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে, তাই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেয়া যাবে না।
আমাদের লালিত সম্প্রীতি নষ্টের জন্য এক শ্রেণীর মানুষ বারবার অপচেষ্টা চালাচ্ছে। যারা মন্দিরে আগুন দেওয়ার নেপত্যে কাজ করে তাদেরকে প্রতিহত করতে হবে। মনে রাখতে হবে আমাদের যে সম্প্রীতির সম্পর্ক রয়েছে সেটা যেন নষ্ট না হয়। সম্প্রীতি রক্ষায় আমি নিজের জীবন দিতেও প্রস্তুত রয়েছি। আমরা যেন সম্প্রীতির বন্ধন ধরে রাখতে পারি সে ব্যাপারে সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র মাঘী পূর্ণিমা উপলক্ষে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে আয়োজিত অন্নদান ও বৌদ্ধ মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উখিয়া উপজেলা বৌদ্ধ ভিক্ষু সমিতির সভাপতি এস ধর্মপাল মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ধর্মদেশক ছিলেন একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ভিক্ষু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি মহাথরো। বিশেষ অতিথি ছিলেন রামু থানার অফিসার ইনচার্জ মো. আবু তাহের দেওয়ান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রামু উপজেলা যুবলীগের সভাপতি পলক বড়ুয়া আপ্পু, সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া।
এসময় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে অধ্যক্ষ শীলপ্রিয় মহাথেরোসহ প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ও হাজারো পুণ্যার্থী উপস্থিত ছিলেন।
শুক্রবার সকাল ১১টায় কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে পাঠাভ্যাস কর্মসূচির বই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি। কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কিমের পরিচালক প্রফেসর সৈয়দ মইনুল হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক ও ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র কো-টিম লিডার শামিম আল মামুন।
প্রকল্পের যুগ্ম পরিচালক মেজবাহ উদ্দিন আহমেদ সুমনের সঞ্চালনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা বদরুদ্দোজা, গীতা থেকে পাঠ করেন, গীতা রানি দে। অনুষ্ঠানে কক্সবাজার সদর উপজেলার ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২১ হাজার ১৪৩টি বই প্রদান করে বিশ্বসাহিত্য কেন্দ্র।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।