নিজস্ব প্রতিবেদক:
ইসলাম কালজয়ী আদর্শের নাম। দ্বীনের চূড়ান্ত বিজয় ছাড়া মুসলমানিত্বের সার্থকতা নেই।
ঈমানের পরীক্ষায় মুসলমানদের উত্তীর্ণ হতে হবে। দ্বীন প্রতিষ্ঠা করতে পারলেই সফলতা। জান্নাত পেতে কুরআনের পথে চলতে হবে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তরুণ একতা ক্রীড়া পরিষদের ২৩ তম তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ও খ্যাতনামা আলোচক ড. বিএম মুফিজুর রহমান আল-আযহারী এসব কথা বলেন।

তিনি বলেন, আধুনিকতার নামে মেয়েরা পাশ্চাত্যের নগ্নতাকেও ছাড়িয়ে যাচ্ছে। একটা শ্রেণি সমাজটাকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে। অসম বিয়ে করে চারিত্রিক নোংরামি প্রকাশ করছে। এদের ব্যাপারে জনগণকে সতর্ক করতে হবে।

কক্সবাজারকে অশ্লীলতা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ড. বিএম মুফিজুর রহমান আল-আযহারী।

মাহফিলের প্রধান মুফাসসির ছিলেন ঢাকা রূপায়ন টাউন জামে মসজিদের খতীব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোচক শাইখ মোঃ জামাল উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন নাটোর জজকোর্ট কমপ্লেক্স জামে মসজিদের খতীব মাওলানা ক্বারী আব্দুল মজিদ নাটোরী।

বিশেষ বক্তার আলোচনা করেন চকরিয়া সাহারবিল আনোয়ারুল উলুম কামিল (মাস্টার্স) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী।

পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব আল্লামা মাহমুদুল হক ও কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সহসভাপতি আমিনুল ইসলাম হাসান (সিআইপি)।

মাহফিলে সার্বিক সহযোগিতার জন্য আম্মাজান পাঞ্জাবি এন্ড শেরোয়ানির স্বত্বাধিকারী শহিদুল ইসলাম বাবুলসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আয়োজক সংগঠনের সভাপতি কামাল উদ্দিন জাফরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান জুয়েল।