মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্পাদকীয় পদে প্রাথমিক ফলাফলে বেসরকারীভাবে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন-৪ টি সহ-সভাপতি পদে আবছার উদ্দিন, অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যক্ষ জসিম উদ্দিন, অনুপ বড়ুয়া অপু নির্বাচিত হয়েছেন। অতিরিক্ত সাধারণ সম্পাদকের একটি পদে জিএম জাহিদ ইফতেখার নির্বাচিত হয়েছেন। সহ সম্পাদকের ২ টি পদে হারুনর রশিদ ও পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন কবির নির্বাচিত হয়েছেন। আর উপজেলা ক্রীড়া সংস্থার সংরক্ষিত ২ টি পদে সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আজিজ সুজন নির্বাচিত হয়েছেন। সদস্য পদে ভোট গননা এ প্রতিবেদন লেখার সময় চলছিলো।

আজ শনিবার ২৪ ফেব্রুয়ারী সকাল ৯ থেকে দুপুর ২ টা পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ১৩৪ জন ভোটারের মধ্যে ১২৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষন কান্তি দাশ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে ৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ২৩ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন প্রার্থী।