নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল বলেছেন, আমরা এখন আধুনিক হতে হতে এমন অবস্থায় চলে যাচ্ছি, যে আধুনিকতা সমাজ ও রাষ্ট্রে অবক্ষয়, হানাহানি, অনাচার বাড়াচ্ছে। পরস্পর সৌহার্দ্যবোধ, সহমর্মিতা, শ্রদ্ধাবোধ ও মানবিকতা লোপ পাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে শিষ্টাচার ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ গড়তে দ্বীনি শিক্ষার কোন বিকল্প নেই।

রোববার (৩ মার্চ) কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এবিসি ঘোনার চেয়ারম্যান ঘাটাস্থ হজরত মায়মুনা (রা:) মাদরাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ-এতিমখানার বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মাহমুদুল হক ওসমানী স্মৃতি বৃত্তি প্রদান, একই প্রতিষ্ঠানের জমিদাতা সদস্য হাবিব উল্লাহ হাবিব (মোহাম্মদ হাবিবুর রহমান) কে মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, একটি দেশ, একটি জাতি কোনদিন শিক্ষা ছাড়া এগিয়ে যেতে পারেনা। এজন্য পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা দরকার। দ্বীনি শিক্ষা পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা হওয়ায় এ শিক্ষা মানবিক মূল্যবোধ জাগ্রত করে, মানুষের মতো মানুষ হিসাবে গড়ে উঠার অবারিত সুযোগ সৃষ্টি করে দেয় এবং দ্বীনি শিক্ষা অর্জন করে দেশ, রাষ্ট্র ও সমাজে অবদান রাখতে পারে।

জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল শিক্ষা ক্ষেত্রে অনেকটা পিছিয়ে থাকা কক্সবাজারে শিক্ষার উন্নয়নে বিত্তশালী, সমাজপতি সহ যারা যে অবস্থানে আছেন, সে অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, কক্সবাজার জেলা পরিষদ পুরো জেলায় শিক্ষার উন্নয়নে সাধ্য মতো কাজ করে যাচ্ছে।

মাদরাসা সংলগ্ন মাঠে পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী’র সভাপতিত্বে বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এ.কে.এম মোজাম্মেল হক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মমতাজুল হক, কক্সবাজার পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহেদা আক্তার, কক্সবাজার জেলা জজ আদালতের অতিরিক্ত জিপি অ্যাডভোকেট সৈয়দ রাশেদ উদ্দিন।

পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইকবাল। মাদরাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ মাসুমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসাইন, ব্যারিষ্টার আবুল আলা ছিদ্দিকী, ইঞ্জিনিয়ার আববাস উদ্দিন আহমদ, আবু বকর ছিদ্দিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা বেগম, দারুত তাওহীদ মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইউনুস, মাদরাসার অভিভাবক অ্যাডভোকেট রুহুল কাদের ও সেলিম ওয়াজেদ, ইঞ্জিনিয়ার মোতাহেরুল হক, পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক মাস্টার নুরুল আলম, বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী মোহাম্মদ শহীদুল্লাহ, কক্স নার্সিং ইনস্টিটিউট ও পালং নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান সেলিম উল্লাহ সুজন, সদস্য হাফেজ আলম নুর, নুরুল হুদা প্রমুখ।

অনুষ্ঠানে মাদরাসার জমিদাতা সদস্য ও কক্সবাজার জেলা প্রশাসকের সাবেক স্টাফ মরহুম মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব (মোহাম্মদ হাবিবুর রহমান) কে প্রদত্ত মরণোত্তর সম্মাননা প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল কাছ থেকে গ্রহণ করেন মরহুমের একমাত্র পুত্র সন্তান আবদুল্লাহ আল সাদ তন্ময়। অনুষ্ঠানে তরুণ করদাতা হিসাবে পুরুষ ক্যাটাগরীতে কক্সবাজার জেলার সর্বোচ্চ করদাতা নির্বাচিত হওয়া ইঞ্জিনিয়ার মোতাহেরুল হক’কে সংবর্ধিত করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিকে উৎসর্গ করা কবিতা আবৃত্তি করেন, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসাইন। প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল ও অন্যান্য অতিথিরা জাতীয় পতাকা ও মাদরাসার নিজস্ব পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। এসময় সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এছাড়া প্রধান অতিথি শাহীনুল হক মার্শাল মাদরাসার বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং মাহমুদুল হক ওসমানী স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার, সনদ ও বৃত্তির অর্থ বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রায় অর্ধ সহস্র, শিক্ষার্থী, অভিভাবক, বিশিষ্টজন, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম ও পরিচালকগণ, পরিচালনা কমিটির কর্মকর্তা ও সদস্যগণ, এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনা করেন মাদরাসার প্রধান শিক্ষক মোজাম্মেল হক, শিক্ষক মাওলানা রহিমুল্লাহ আল মামুন, মোস্তাফিজুর রহমান, আবদুল্লাহ চৌধুরী, মাওলানা মোহাম্মদ জুবায়ের, মাওলানা বারেক, মোহাম্মদ সাইমুম প্রমুখ।