কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে কৃষি ব্যাংকের গ্রাহকদের নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (২০২৩-২০২৪) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৩ মার্চ) মুখ্য আঞ্চলিক কার্যালয় কক্সবাজার এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস।
তিনি বলেন, ‘দেশের সংকটকালীন মুহুর্তে কৃষকেরা কখনো পিছু হটেনি। অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যেও তাঁরা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। কৃষক ও উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগের ফলে দেশের এই অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। সবাইকে সাথে নিয়েই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাবে দেশ ও কৃষি ব্যাংক।’
সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিকল্পনা ও পরিচালনা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. খালেদুজ্জামান এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ।
বক্তারা বলেন, গ্রাহকদের জন্য শিগগিরই মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে। যাতে সবাই সহজভাবে লেনদেন করতে পারেন। মনে রাখবেন আপনারা কৃষি ব্যাংকের পার্টনার। তাই নিজ ব্যবসায় মনযোগ দেন। টাকা নিয়ে সঠিক কাজে ব্যবহার করেন। সময়মতো লোন পরিশোধ করুন।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম।
এর আগে গ্রাহকেরা তাঁদের চাহিদা ও সফলতার গল্প শুনান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।