মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলামকে টেকনাফ পৌরসভার মেয়র পদে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। মোহাম্মদ ইসলাম মেয়র পদে একক প্রার্থী হওয়ায় প্রতীক বরাদ্দের দিনে টেকনাফ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন মোহাম্মদ ইসলামকে মঙ্গলবার ৭ ডিসেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত ঘোষণা করেন। এনিয়ে মোহাম্মদ ইসলাম তৃতীয়বারের মতো টেকনাফ পৌরসভার মেয়র নির্বাচিত হলেন।

মোহাম্মদ ইসলাম কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আবদুর রহমান বদি’র চাচা। টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার মরহুম সুলতান আহমদ এর পুত্র।

টেকনাফ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তারমধ্যে, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি’র ভাই আবদুস শুক্কুর এবং মোহাম্মদ ইসমাইল এর মনোনয়নপত্র গত ২৯ নভেম্বর বাছাইতে বাতিল হয়ে যায়। এই ২ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপীল করেও তাদের প্রার্থীতা ফিরে পাননি। অপর মেয়র প্রার্থী জাতীয় পার্টির মোহাম্মদ শাহজাহান গত ৬ ডিসেম্বর তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় একক মেয়র প্রার্থী হিসাবে মোহাম্মদ ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়। টেকনাফ পৌরসভা নির্বাচনে মোট ১৬ হাজার ৮৬ জন ভোটার রয়েছে।