নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের অনন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সাওতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফয মাদরাসার সবক প্রদান, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকালে শহরের তারাবনিয়ার ছড়াস্থ মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দীন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল হাফেজ রমজান আলী। তিনি মাদরাসার অগ্রযাত্রায় শিক্ষকদের আন্তরিকতাপূর্ণ পাঠদান ও অভিভাবকদের সহযোগিতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
শিক্ষার্থীদের সবক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা মারকাযুদদ্বীন আল ইসলামিয়ার মুহতামিম হাফেজ ক্বারী মাওলানা তাওহীদ বিন আলী লাহোরী।
প্রিন্সিপাল হাফেজ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, প্রসিদ্ধ চিকিৎসক মুহাম্মদ নুরুল আলম, খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সহযোগী অধ্যাপক মাওলানা মুহাম্মদ রেজাউল করিম আরমান, কক্সবাজার বায়তুল মোয়াজ্জম জামে মসজিদের খতীব মাওলানা নুরুল হুদা, নুরুল কুরআন আদর্শ হিফয মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জাফর আলম, মা’হাদ আন-নিবরাসের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জিয়াউল হক, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর, মাদরাসাতুল কুরআন কক্সবাজারের প্রিন্সিপাল এডভোকেট হাফেজ মাওলানা রিদওয়ানুল কাবীর।
২০২৩ শিক্ষাবর্ষে মাদরাসার বার্ষিক পরীক্ষায় (হিফয ও জেনারেল) মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
আন্তরিকতাপূর্ণ ভূমিকার জন্য
মাদরাসার প্রিন্সিপাল হাফেজ রমজান আলীসহ শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
সেই সঙ্গে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দসহ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানিত ব্যক্তিদের ক্রেস্ট প্রদান করা হয়।
মুহাম্মদ রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবকগণ অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
বিশেষ করে শিশু শিক্ষার্থীদের সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত, বাংলা, আরবী, ইংরেজি বক্তব্য সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের নানা পরিবেশনা ছিল মুগ্ধ করার মতো।
শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও শুভার্থীদের স্বত:স্ফুর্ত উপস্থিতি কুরআনের আয়োজনকে প্রাণবন্ত করে তুলে।
অনুষ্ঠানে মাদরাসা ভবন মালিক আলহাজ্ব পিয়ার মোহাম্মদ বাবুল, পূর্ব পাহাড়তলী আলী বিন আবি তালিব (রা.) দারুল আরক্বম ইবতেদায়ী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাওলানা ইউছুফ মক্কীসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে যাত্রা করে সাওতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফয মাদরাসা। এখানে হিফযুল কুরআনের পাশাপাশি জেনারেল বিষয়েও পড়াশোনা করানো হয়। প্রতিষ্ঠার মাত্র ১ বছরে শিক্ষাদীক্ষা, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কৃতিত্ব দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
জাতীয় ক্বিরাত রিয়েলিটি শো (সিজন-৯) এ ২য় রানার আপ পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা, ক্রেস্ট ও সনদ অর্জন করেছেন সাওতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফয মাদরাসার কৃতি ছাত্র শাহ তাসনীমুল হাসান জুনাইদ।
সাওতুল কুরআন মাদরাসা দ্বীনিশিক্ষা বিস্তারে মাইল ফলক ভূমিকা রাখবে, এমনটি প্রত্যাশা সবার।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।