সংবাদ বিজ্ঞপ্তি:
১৪৩১ সনের হাটবাজার ইজারা টেন্ডারের মাধ্যমে দরপত্রের আহবান করে টেন্ডার সম্পন্ন করেছে রামু উপজেলা প্রশাসন।
১১ মার্চ দুপুরে রামু উপজেলা কার্যালয়ে উপস্থিত টেন্ডার কমিটির সকলের সামনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার টেন্ডার বক্স খোলেন গর্জনিয়া বাজারের সর্বোচ্চ দরপত্র আহ্বানকারী কে বি ইউনিটি কে ঘোষনা করেন,যার মৃল্য ২ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার,জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খাদিস্তা বেগম রিণাসহ উপজেলার সকল সদস্যরা।
উপজেরা সূত্রে জানা যায়, গত অর্থ বছরে গর্জনিয়া বাজার ইউনুস ভুট্টো হাটবাজার ইজারা পেলেও এবার সুন্দর ও সুষ্ঠু টেন্ডারের মাধ্যমে ইজারা পেয়েছেন ঠিকাদার ও ব্যবসায়ী কে এম রহিম উদ্দিন । দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ইজারা ছিলেন যথাক্রমে মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ শাকিল,ইউনুস ভুট্টো।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।