সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের বিশিষ্ট সাংবাদিক ও সংস্কৃতি কর্মী মুহাম্মদ আলী জিন্নাত এর ছোট ভাই, কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মিয়া (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি মঙ্গলবার সকাল ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান, দুই বোন, দুই ভাইসহ অগুণিত আত্মীয়স্বজন, গুণগ্রাহী, শুভাকাংখি ও বন্ধুবান্ধব রেখে যান।
একইদিন সন্ধ্যা ৭ টায় বাহারছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন স্থানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তাকে মসজিদ সংলগ্ন কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।
নামাজে জানাযার পূর্বে সমবেত মুসল্লীদের উদ্দেশ্যে কথা বলেন সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নূরুল আবছার, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মরহুমের বড় ভাই মুহাম্মদ আলী জিন্নাত ও জেলা জাসদ নেতা মোহাম্মদ হোসাইন মাসু, ছোটভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক, নৃবিজ্ঞানী ড. রাহমান নাসির উদ্দীন।
নামাজে জানাযায় বিশিষ্ট রাজনীতিক মোঃ খোরশেদ আলম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সমাজ কমিটির সভাপতি সামসুল হুদা, মসজিদ কমিটির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক কমিশনার জসীম উদ্দীন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক, বৃহত্তর কলাতলী সমাজ কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম, আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ শরিক হন। দুপুরে পৌর মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী বাসভবনে উপস্থিত হয়ে স্বজনদের সাথে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান।