সংবাদ বিজ্ঞপ্তি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

দলের দপ্তর সেল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার(১৭ মার্চ) সকাল সাড়ে ৬টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।

এছাড়া সকাল ১০ টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে পৌর আওয়ামী লীগ আয়োজিত কোরআন খানি, দোয়া মাহফিল এবং বিকেল ৪টায় সাংস্কৃতিক কেন্দ্রে পৌর আওয়ামী লীগের আলোচনা সভাও পুরস্কার বিতরণ এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এড.ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে জেলার আওতাধীন প্রত্যেক উপজেলা আওয়ামী লীগকে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের জন্য দল এবং দলের সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।