নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলা পুলিশের মাসিক গ্রেফতারি পরোয়ানায় তামিলে বিশেষ অবদান রাখায় কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন সদর মডেল থানায় কর্মরত এএসআই শিবল কান্তি দেব।
বুধবার (১৩ মার্চ) কক্সবাজার জেলা পুলিশ সুপার কর্তৃক আয়োজিত জেলা পুলিশ লাইনের কার্যালয়ে অভিন্ন মানদণ্ডের আলোকে ফেব্রুয়ারি মাসের মূল্যায়নে তিনি নির্বাচিত হন। কক্সবাজারের পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম এর হাত থেকে সম্মাননা পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদগ্রহণ করেন এএসআই শিবল কান্তি দেব।
এ বিষয়ে এএসআই শিবল কান্তি দেব বলেন, আমার শ্রদ্ধেয় পিতা-মাতা, কক্সবাজার জেলা পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল), কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক (তদন্ত)-সহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, এ পুরস্কার অর্জনের পাশাপাশি সকলের ভালোবাসা নিয়ে নব উদ্যোমে আরো ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করতে সকলের দোয়া কামনা করছি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।