নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের মেধাবী ছাত্র সাংবাদিক পুত্র অংকুর দাশের আত্মার শান্তি কামনায় গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে কক্সবাজার শহরের লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম মন্দিরের শ্রী বিভূতি ভূষণ সেন মিলনায়তনে অংকুর দাশ স্মৃতি সংসদের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ।

অংকুর দাশ স্মৃতি সংসদের আহবায়ক গীতা শিক্ষক নারায়ন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা এডভোকেট রনজিত দাশ।

এতে বক্তারা বলেন—গীতার আলোয় সমাজকে আলোকিত করার চেষ্টা চালিয়েছিলেন অংকুর দাশ। সেজন্য ছোটকাল থেকে লেখাপড়ার পাশাপাশি গীতা শিক্ষাসহ ধর্মীয় শিক্ষার প্রতি ধাবিত ছিলেন অংকুর। তাই অংকুর দাশ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অংকুর দাশের পিতা ও কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন—কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর, সহ সভাপতি রতন দাশ, সাধারন সম্পাদক বেন্টু দাশ, শ্রীশ্রী রাধা দামোদর ইসকন মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী, জেলা সৎসঙ্গ ফাউন্ডেশন শ্রী মন্দিরের প্রধান পুরোহিত বিশ্বনাথ বন্দোপ্যাথায়, জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সহ সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশ, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ, পুরোহিতরত্ন মাষ্টার জগদীশ শর্মা, যোগবিদ ভগিরত দে।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে রাখেন—অংকুর দাশ স্মৃতি সংসদের সদস্য সচিব সেবক পাল। গীতা প্রতিযোগিতায় জেলা শহরের বিভিন্ন গীতা স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।