সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার হজ কাফেলার হজ ও ওমরাহ যাত্রীদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বিকালে শহরের লাবণি পয়েন্টস্থ একটি আবাসিক কনফারেন্স হলে হাজীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন কাফেলার স্বত্বাধিকারী হাফেজ মাওলানা তোফায়েল উদ্দীন চৌধুরী।

হজের বিধি-বিধানগুলোর মধ্যে কোনটি কিভাবে পালন করতে হয়, করণীয় বর্জনীয় ইত্যাদি সবকিছু তিনি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে জানান।

রমজানের এই পবিত্র দিনে হাতে কলমে প্রশিক্ষণ পেয়ে হজ ও ওমরাহ যাত্রীরা সন্তুষ্টির কথা জানিয়েছেন। এজন্য কক্সবাজার হজ কাফেলার প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

কাফেলার ম্যানেজিং পার্টনার ফয়সাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় হাজীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে হাজীদের সম্মানে ইফতারের আয়োজন করে কক্সবাজার হজ কাফেলা। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিক আহমদ।

কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাফেজ মাওলানা তোফায়েল উদ্দীন চৌধুরী।