সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারে পালিত হলো বিশ্ব আবহাওয়া দিবস।
এ উপলক্ষে ২৩ মার্চ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, কক্সবাজার এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, সহকারী আবহাওয়াবিদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়।
সভায় বিশ্ব আবহাওয়া দিবস-২০২৪ এর প্রতিপাদ্য বিষয় “At the Frontline of Climate Action”বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়।
সভার বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করেন, আবহাওয়া কার্যালয়, কক্সবাজারের অফিস প্রধান মোঃ আব্দুল হান্নান, সহকারী আবহাওয়াবিদ তোফায়েল হোসেন, আবু তাহের, মোঃ আলমগীর, দুলাল চন্দ্র দাশ, মুজিবুল হক, শাহাদাত হোসেন, আবদুল মাবুদ, জাহাঙ্গির আলম, সালমা খাতুন, মোঃ হাসানুজ্জামান, রীনা পাল, মাহবুব, ঈশান, নাফিস, উদার, জগৎ, তামিম ও আরাফ প্রমূখ।
বিশ্ব আবহাওয়া দিবস-২৪ এর প্রতিপ্রাদ্য বিষয়ের উপর বিভিন্ন বক্তগণ বলেন, ভৌগলিক কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দূর্যোগপ্রবণ দেশ হওয়া সত্ত্বেও বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবহাওয়া পূর্বাভাসের গুরুত্ব অপরিসীম।
প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে মোঃ আব্দুল হান্নান বলেন, বর্তমানে জলবায়ুর বিরুপ প্রভাব শুরু হয়ে গেছে, এখন যে কোন ধরনের প্রকল্প শুরু করার পূর্বে জলবায়ুর কথা চিন্তা করতে হবে। জলবায়ুর বিরুপ প্রভাব সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে বাস্তব ধারণা দেওয়া দরকার।
এছাড়া যে কোন কাজে জলবাযূকে প্রাধান্য দেওয়ার জন্য বলা হয়।
অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।