গত ১৩ মার্চ দৈনিক কক্সবাজার পত্রিকায় ” কলাতলীতে মামলা উপেক্ষা করে দালান নির্মাণের পাঁয়তারার অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সংবাদটি পুরোপুরি সাজানো, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর দাবি করে বিবৃতি দিয়েছেন সংশ্লিষ্টরা।
কলাতলী চন্দ্রিমা উদ্যানের প্রবেশপথের পূর্বপাশে বিরোধীয় জায়গা নিয়ে আদালতে মামলা চলমান, তা ঠিক। এই মামলায় কোন পক্ষে এখনো রায় আসেনি। নিষেধাজ্ঞাও জারি করেনি আদালত। সুতরাং আমাদের দখলীয় ও স্বত্ত্বীয় জায়গায় কাজ করতে আইনগত কোন প্রতিবন্ধকতা নাই। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে মিথ্যা তথ্য দিয়ে অনুমোদনের অভিযোগটি বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর ভূমি ছাড়পত্র দিয়েছে কউক। পরবর্তীতে প্রস্তাবিত ভবনের অনুমোদন নিয়েই কাজ চলছে। এরপরও কউকের মতো সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডাহা মিথ্যা অভিযোগে সংবাদ প্রকাশ করা সম্পূর্ণ বিভ্রান্তি ও মানহানিকর। মিথ্যা তথ্যদাতা ও অপপ্রচারকারীরা সবার নিকট পরিচিত। মামলার তদন্ত ও সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালতের চূড়ান্ত রায়ে সত্য মিথ্যা প্রমাণ হবে। তার আগে কোন পক্ষকে “অবৈধ” বলার সুযোগ নাই।
কক্সবাজার সদরের ঝিলংজা মৌজার বিএস ২০৩০৮ এর দাগের জমি বন্দোবস্ত গ্রহীতা ফরিদ উদ্দিন আহমদ হতে খরিদ করে খরিদা মালিক জিয়াউর রহমান পৃথক ৮২১৩ নং খতিয়ান সৃজন করে ভোগ দখল থাকা অবস্থায় ২০১০ সালের অক্টোবর মাসে রেজিস্ট্রিযুক্ত কবলা দলিলমূলে অত্র প্রতিবাদকারী মো. আল হেলাল, খাইরুল আমিন ও কামালকে ১১.৫০ শতাংশ জমি বিক্রয় করে দখল দেন। আমাদের নামে ১৭৬৭৩ নং হাল রেকর্ড চূড়ান্ত আছে। উক্ত জমিতে আমরা বৈধ ভোগ দখলদার।
পক্ষান্তরে সেতারা বেগম গং এর সাথে আমমোক্তারনামা বানিয়ে মিথ্যা মামলা করলেও তাদের সঠিক কোন কাগজপত্র নাই। অন্যায়ভাবে লাভের আশায় তারা হয়রানিমূলক কাজে লিপ্ত হয়েছে।
বর্তমানে উক্ত জমিতে বৃহত্তর চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও প্রবাসী ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় উন্নয়ন কাজ শুরু হলে স্বার্থান্বেষী ব্যক্তিদের কুদৃষ্টি পড়ে। অথচ, বৈধ ভূমি ছাড়পত্র ও ভবন নির্মাণের অনুমোদন নিয়েই কাজ চলছে।
এমতাবস্থায় আদালতে চলমান মামলাকে পুঁজি করে মিথ্যা তথ্য দিয়ে প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের বিভ্রান্তিতে না ফেলার অনুরোধ করছি। সেই সঙ্গে প্রশাসনসহ সংশ্লিষ্টদেরকে এ বিষয়ে বিভ্রান্ত না হতে আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী
বৃহত্তর চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও ক্লাবের সদস্যগণ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।