মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন বলেছেন, কক্সবাজারে যোগদানের পর একদল সৎ, মেধাবী ও নিষ্ঠাবান বিচারককে সাথে নিয়ে কক্সবাজার বিচার বিভাগকে দেশের একটি মডেল বিচার বিভাগ হিসাবে উপহার দেওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছি। আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এ উদ্যোগকে অনেকদূর এগিয়ে নিয়ে গেছি। এজন্য তিনি বিচারক, আইনজীবী সহ সকলকে ধন্যবাদ জানান।
রোববার (২৪ মার্চ) কক্সবাজার জেলা আইনজীবী সমিতি আয়োজিত সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের বদলীজনিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার ও নির্বাহী সদস্য অ্যাডভোকেট আবদুল কাইয়ুম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন আরো বলেন, কক্সবাজার জেলায় তাঁর শ্বশুর বাড়ি, ২বার কক্সবাজার বিচার বিভাগে তিনি দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন। এজন্য তিনি কক্সবাজারের মানুষের মাঝে থাকতে ভালবাসেন। কক্সবাজার তাঁর জন্মভূমির মতোই। চাকুরির সুবাদে নাহলেও বিশেষ করে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের টানে তিনি বার বার কক্সবাজার আসবেন।
বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন আরো বলেন, আইনজীবীদের তিনি তাঁর পরিবারের সদস্য হিসাবে মনে করেন। তাঁর মতে আইনজীবীরা হচ্ছেন, বিচারককে সহায়তাকারী, সুবিচারের সারথি, ন্যায় বিচারের রক্ষক। কক্সবাজার জেলা বিচার বিভাগে ২ বার দায়িত্ব পালনকালে তিনি আইনজীবীদের কাছ থেকে আশাতীত সহযোগিতা পাওয়ায় তিনি সাবলীল ও স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছেন বলে জানান। যা বিচার বিভাগকে আলোকিত করেছে, তাঁর পেশাগত জীবনকে সমৃদ্ধ করেছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে রোজার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হক। বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন বলেন, কক্সবাজারে যাঁকে নতুন জেলা ও দায়রা জজ পদে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি অত্যন্ত মেধাবী, কর্মঠ ও নিষ্ঠাবান। নতুন জেলা ও দায়রা জজ এর দায়িত্ব পালনকালে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার জন্য আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
আইনজীবী সমিতি ভবন মসজিদের ইমাম মাওলানা ইয়াসির আরাফাত এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের সহধর্মিণী সৈয়দা আফসানা সুমি, একমাত্র সন্তান আহনাফ আবদুল্লাহ রাইয়ান, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ও ৩ এর বিজ্ঞ বিচারক (জেলা জজ) যথাক্রমে মোহাম্মদ মোসলেহ উদ্দিন ও মোহাম্মদ আবু হান্নান, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইলাহী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম আদালতের বিজ্ঞ বিচারক যথাক্রমে মহিউদ্দিন মুরাদ, মোহাম্মদ আবদুল কাদের, মোঃ মোশারফ হোসেন ও নিশাত সুলতানা, যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক মোছাঃ রেশমা খাতুন, কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন, সিনিয়র সহকারী জজ সুশান্ত প্রসাদ চাকমা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গাঁ, সিনিয়র সহকারী জজ সায়মা আফরীন হীমা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুন তানজিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম, সিনিয়র সহকারী জজ ওমর ফারুক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার, সিনিয়র সহকারী জজ আবদুল মান্নান, সিনিয়র সহকারী জজ মাজেদ হোসাইন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা সহ অন্যান্য বিচার বিভাগীয় কর্মকর্তাগণ, বিচার বিভাগীয় কর্মচারী সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি ও জেলা নাজির বেদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া অর্ধ সহস্রাধিক আইনজীবী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার এর নেতৃত্বে কার্যকরী কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করেন। অনুষ্ঠান শেষে বিচারক, আইনজীবী, আমন্ত্রিত অতিথি সহ প্রায় এক হাজার রোজাদার ইফতারে অংশ নেন। অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন, জেলা আইনজীবী সমিতির আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক অ্যাডভোকেট শেফাউল করিম রানা সহ প্রায় অর্ধশত আইনজীবী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।