মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

ইসলামাবাদে গজালিয়া সোস্যাল এন্ড বিজনেস গ্রুপ (জিএসবি) উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার ১০ ডিসেম্বর বিকাল ৩ টার দিকে বর্ণিত ইউনিয়নের গজালিয়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

জানা যায়, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকার সামাজিক ও অরাজনৈতিক সংগঠন গজালিয়া সোস্যাল এন্ড বিজনেস গ্রুপ (জিএসবি) কার্যালয়ে অর্ধশতাধিক দরিদ্র লোকজন কে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, জিএসবি গ্রুপের সভাপতি সাহাব উদ্দিন সিহাব,সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন, সহসাধারণ সম্পাদক মাহফুজ,সদস্য লিয়াকত হোসেন, ক্রিড়া সম্পাদক হারেচ হাসান।

এসময় সংগঠনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান জুবায়েদুল হক জুয়েল বলেন,এ মহৎ কাজের জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এদের মত নির্বিশেষে সবাইকে এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।