গত ১১ জানুয়ারি ফেনীতে ব্রাক ব্যাংকের একটি হিসাব নম্বর হ্যাক করে প্রাত ৭ লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্র। এর সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজনে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

তথ্যপ্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে অজ্ঞাত হ্যাকারদের গতিবিধি পর্যবেক্ষণ এবং অবস্থান নির্ণয় করে একে একে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের চান্দগাঁও থানার পাঠানিয়াগুদা গ্রামের মোহাম্মদ ইকবাল, কক্সবাজারের মহেশখালী থানার উত্তর সিকদারপাড়া গ্রামের আরিফ উল্লাহ ও একই থানার ইউনুছখালী গ্রামের রকিবুল হাসান। এর মধ্যে মোহাম্মদ ইকবাল দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াইঅংপ্রু মারমা এই কথ্য জানিয়েছেন। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।

এই পুলিশ কর্মকর্তা জানান, গত ১৬ জানুয়ারি রাত ১১টা ১৮ মিনিটে ব্র্যাক ব্যাংকের একটি হিসাব নম্বর থেকে সাত লাখ টাকা হ্যাক করে হ্যাকাররা। হিসেব গ্রাহকের নম্বরে আসা এসএমএসের মাধ্যমে জানতে পারেন যে, দুটি বিকাশ ও দুটি ব্যাংক হিসাবের মাধ্যমে হ্যাকাররা ওই টাকা নিয়ে গেছে। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি ফেনী মডেল থানায় মামলা হলে তদন্তে নামে পুলিশ।