শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুতুবদিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সংসদ আশেক উল্লাহ রফিক।

এতে কুতুবদিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মিসবাহ উদ্দিন ইকু, আলী আকবর ডেইল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কাইমুল হুদা বাদশা, উপজেলা যুবলীগের সহ সভাপতি আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুনাইদুল হক প্রমুখ। এসময় ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর বিভিন্ন হাফেজিয়া এতিমখানার শতাধিক মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করেন।