নিজস্ব প্রতিবেদক :

২০১০ সালে বাংলাদেশ বার কাউন্সিল এর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করা আইনজীবীদের সংগঠন “আমরা-২০১০” ফোরামের ইফতার মাহফিল মঙ্গলবার ২ এপ্রিল কক্সবাজার শহরের অভিজাত হোটেল সীগালে অনুষ্ঠিত হয়েছে।

ইফতার পূর্ববর্তী আমরা ২০১০ এর সদস্য অ্যাডভোকেট সেতারাত জাহান সেতুর সভাপতিত্বে এক আলোচনা সভায় ঈদুল ফিতরের পরবর্তী সপ্তাহে সংগঠন এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট সেতারাত জাহান সেতুকে আহবায়ক ও অ্যাডভোকেট মোহাম্মদ জিয়া উদ্দীন কে সদস্য সচিব করে আমরা-২০১০ এর ঈদ পূর্ণমিলনী প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সংগঠন এর সদস্য অ্যডভোকেট মোহাম্মদ আবদুর রশিদ সহ সাধারণ সম্পাদক (সাধারণ) নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয়। সভায় সংগঠন এর কার্যক্রমকে আরো গতিশীল ও কল্যানমূখী করার জন্য উপস্থিত সকলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সংগঠন এর অন্যান্য সদস্যদের মধ্যে অ্যডভোকেট হোসেন রাফাত ফিরোজ, অ্যডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, অ্যডভোকেট ফরিদুল আলম, অ্যডভোকেট মোহাম্মদ মীর মোশররফ হোছাইন টিটু, অ্যডভোকেট মোহাম্মদ হারুন অর রশিদ, অ্যডভোকেট মোহাম্মদ মুছা প্রমুখ উপস্থিত ছিলেন।