শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

কুতুবদিয়ায় শেখ রাসেল অডিটোরিয়াম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(৪ এপ্রিল) দুপুর ১২ টার দিকে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক অডিটোরিয়াম ও জরুরি বিভাগের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষ করে এক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, আওয়ামী লীগের সরকার জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গত ১৪ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছেন। তারই ধারাবাহিকতায় কুতুবদিয়ায়ও সেবার মান পরিবর্তন হয়েছে। বিশেষ করে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বিদ্যুৎ আসার কারণে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন হয়েছে। এসময় তিনি আরও বলেন, দ্বীপের মানুষরা এখন আর বিদ্যুৎ নেই সে অভিযোগ করে না। এক সাগর বেষ্টিত এ দ্বীপ কুতুবদিয়াকে একটি নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক মো. তাহের, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি বিভাগের চিকিৎসক জহিরুল ইসলাম, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমগীর খান মাতবর সহ প্রমুখ।

আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বড়ঘোপ ইউনিয়নের রোমাই পাড়া এলাকার শিক্ষক হাবিবুল্লাহর জানাজা নামাজে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অতীত ও বর্তমান নিয়ে সেবার মানোন্নয়ন ও ঘাটতির বিষয়গুলো তুলে ধরেন। এ ঘাটতি দূর করতে প্রাথমিকভাবে এক লাখ টাকার চেক দেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

এরপরে ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড কুতুবদিয়া শাখা উদ্বোধন করেন। এবং আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক হাজার সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন